সম্মানিত এলাকাবাসি গাইবান্ধা জেলার কোথাও নাশকতামূলক/রাস্ট্রবিরোধি কোন কার্যকলাপ পরিলক্ষিত হলে সেনা কর্মকর্তার ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।সম্মানিত এলাকাবাসী গাইবান্ধা জেলার কোথাও কোন নাশকতামূলক কর্মকান্ড বা  রাষ্ট্রবিরোধী কোন কার্যকলাপ পরিলক্ষিত হলে গাইবান্ধা জেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্মানিত সূধী- জন্ম নিবন্ধনের বিড়ম্বনা এড়াতে সন্তান জন্মের সাথে সাথে অথবা জন্ম থেকে ৪৫ দিনের মধ্যে বিনা ফিসে জন্ম নিবন্ধন করে নিন। বিস্তারিত তথ্যের জন্য আপনার ওয়ার্ডের গ্রামপুলিশ অথবা ইউপি সদস্য/মেম্বারের সাথে যোগাযোগ করুন অথবা কামালেরপাড়া ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। ধন্যবাদ!


সমাজ সেবার সেবা সমূহ

৬৬ লক্ষের বেশি মানুষ ভাতা পাচ্ছেন সমাজসেবা অধিদফতর থেকে

এ বছর সরকারের #সামাজিকনিরাপত্তা কার্যক্রমের আওতায় শুধুমাত্র সমাজসেবা অধিদফতর থেকেই ভাতা পাবেন ৬৬ লক্ষ ৩৮ হাজার ৮৫০ মানুষ। জনপ্রতি মাসিক ৫০০ টাকা #বয়স্কভাতা পাবেন ৪০ লক্ষ জন ও #বিধবাস্বামীনিগৃহীতাভাতা পাবেন ১৪ লক্ষ জন। জনপ্রতি মাসিক ৭০০ টাকা হারে #প্রতিবন্ধীভাতা পাবেন ১০ লক্ষ জন, ৯০ হাজার #প্রতিবন্ধীশিশু জনপ্রতি মাসিক ৭০০-১২০০ টাকা হারে পাবেন #শিক্ষাউপবৃত্তি। মাসিক ১০০০ টাকা হারে বেসরকারি #এতিমখানা 
তে প্রতিপালিত ৮৬ হাজার ৪০০ এতিম শিশু পাবে #ক্যাপিট্যাশনগ্রান্ট। ৪০ হাজার #বেদেও #অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীন ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেয়া হবে বিশেষ ভাতা। ৫০০ টাকা হারে ভাতা পাবেন ২৫০০ #হিজড়া। ১৯ হাজার #বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী ও ১৩৫০ জন হিজড়া শিশু পাবেন বিশেষ উপবৃত্তি।